সঙ্গী প্রতারণা করছে না তো?

লাইফ স্টাইল February 5, 2017 536
সঙ্গী প্রতারণা করছে না তো?

সব সম্পর্কেরই মূল ভিত হচ্ছে বিশ্বাস। তবে বিশ্বাস করে ঠকছেন কিনা সেটা যাচাই করাও জরুরি। সঙ্গী সন্দেহজনক আচরণ করলে সচেতন হয়ে যান আগেভাগেই।


• জেনে নিন সঙ্গীর কোন কোন আচরণে বুঝবেন সে আপনার সঙ্গে প্রতারণা করছে...


- আপনার সঙ্গী কখনও তার ফোন হাতছাড়া করে না। যেকোনও অবস্থাতেই সে ফোন সম্পর্কে অতিরিক্ত সচেতন থাকে।


- সে আপনার সঙ্গে একাকী সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না।


- সাধারণ প্রশ্নের উত্তর চাইলেও সে অনেক বেশি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে।


- সে মোবাইল থেকে প্রতিদিনই টেক্সট মেসেজ ডিলেট করে।


- সে আপনার প্রশংসা করে না এবং খুব সহজেই বিরক্ত হয়ে যায়।