মেয়েরা ভুল করুক আর নাই করুক, কিছু কথা তাদের প্রায়ই শুনতে হয়। আর কথাগুলো সাধারণত বলে থাকে ছেলেরাই।
তারা একবার ভাবেও না যে এসব কথায় মেয়েদের ওপর কতটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আইডিভা ওয়েবসাইটের এই তালিকাটি দেখে নিন কোন কথাগুলো শুধু মেয়েদেরই শুনতে হয়।
১. নাটক বন্ধ কর- ঝগড়ার সময় এই কথাটা সব মেয়েকেই শুনতে হয়। মেয়েরা রাগ করলেই ছেলেদের মনে হয় সে নাটক করছে!
২. তুমি এত খুঁতখুঁতে স্বভাবের কেন- মেয়েরা কোনো বিষয় নিয়ে দ্বিধায় ভুগলে এই কথা বলতে এক মিনিটও দেরি করে না ছেলেরা।
৩. মেয়েদের এত চাহিদা থাকা ভালো না- মেয়ে বলে তার ইচ্ছেগুলোকে চাহিদায় পরিণত করতে হবে? এই কথা মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
৪. একটু মেকআপ করে আস, দেখতে ভালো লাগবে- এই কথা বললে মেয়েরা ভাবে তাকে আর আগের মতো সুন্দর লাগে না।
৫. এত কর্তৃত্ব দেখানো ঠিক না- মেয়েরা কোনো বিষয়ে নিজের মত প্রকাশ করতে চাইলে তাকে এই কথা শুনিয়ে দেওয়া হয়।
৬. আমি তোমাকে ভালোবাসি বলেই, তোমার ওপর রাগ দেখাই- ঝগড়ার পর সব ছেলেই মেয়েদের এই কথা বলে।
৭. নিশ্চয়ই তুমি এমন কিছু করেছ, যার জন্য এটা হয়েছে- মেয়েরা কোনো দোষ করুক আর নাই করুক তাকে এই কথা শুনতে হবেই।