আব্বুকে বলিস না

পাঁচমিশালী কৌতুক January 30, 2017 2,487
আব্বুকে বলিস না

ছোট ভাই তার বড় ভাইকে সিগারেট টানা অবস্থায় দেখে ফেলেছে...


ছোট ভাই : ভাইয়া, তুই সিগারেট খাচ্ছিস! আমি এখনই আব্বুকে বলে দেব।


বড় ভাই : দুষ্টু ভাইয়া আমার, প্লিজ আব্বুকে বলিস না, তোকে আমি অনেক চকলেট কিনে খাওয়াবো।


ছোট ভাই : না না না, চকলেটের লোভ দেখাবে না, আমি আব্বুকে বলবই বলব।


বড় ভাই : প্লিজ এমন করে না ছোটন, তোকে আমি আইসক্রিম খাওয়াবো, চিপস খাওয়াবো, জুস খাওয়াবো, আব্বুকে বলিস না।


ছোট ভাই : হবে না, চলবে না, আব্বুকে বলবই।


বড় ভাই : আচ্ছা, যা খেতে চাস তাই খাওয়াবো, আব্বুকে বলিস না, বল কী খাবি?


ছোট ভাই : সিগারেট দে, একখান টান মারি।