বিবাহবিচ্ছেদের সময় যে তিনটি ভুল করবেন না!

লাইফ স্টাইল January 29, 2017 473
বিবাহবিচ্ছেদের সময় যে তিনটি ভুল করবেন না!

বিবাহবিচ্ছেদ কখনোই সুখকর নয়। আর এই বিচ্ছেদ আরো বেশি কষ্টকর হয়, যখন এ ঘটনার সময় মানুষ উত্তেজনাবশত বেশি বাড়াবাড়ি করে ফেলেন। এতে সম্মান নষ্ট হওয়ার পাশাপাশি পরবর্তী জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ে।


এমন সমস্যায় পড়তে না চাইলে বিবাহবিচ্ছেদের সময় তিনটি ভুল করা থেকে বিরত থাকুন। এ ক্ষেত্রে টাইমস অব ইন্ডিয়ার এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।


১. বিবাহবিচ্ছেদের পর প্রথমেই অর্থনৈতিক বিষয়ে সমস্যা দেখা দেয়। স্বামী-স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টগুলো সাধারণত একসঙ্গে বা যুগ্মভাবে থাকে। বিচ্ছেদের পর এই টাকা ভাগ করাটাও বেশ অস্বস্তিকর। তাই বিবাহবিচ্ছেদের সময় অন্যান্য কাজের ফাঁকে টাকা-পয়সার হিসাবটাও সমঝোতার মাধ্যমে মিটিয়ে নিন।


২. যদি সম্পর্ক রাখতে না চান, তাহলে অযথা এই বিষয় টেনেহিঁচড়ে কোর্টে না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এতে দুই পরিবারের সম্মান নষ্ট হওয়ারও আশঙ্কা থাকবে না। কারণ, কোর্টে গিয়ে বেশিরভাগ মানুষই কাদা ছোড়াছুড়ি করে। বিচ্ছেদ যেহেতু হয়েই যাচ্ছে, সেখানে মানসম্মান বাঁচিয়ে সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করুন।


৩. আপনাদের দুজনকে একসঙ্গে দেখতে পছন্দ করে এমন বন্ধুর নিশ্চয়ই অভাব নেই। বিচ্ছেদের সময় এমন কোনো বন্ধুকে নিজের পক্ষে রাখার চেষ্টা করবেন না যে আপনার দুজনকেই সমানভাবে পছন্দ করে। এ বিষয়টি তাঁর জন্যও অস্বস্তিকর ও কষ্টদায়ক বটে। কারণ, সে না পুরোপুরি আপনার পক্ষে থাকতে পারবে, না আপনার সঙ্গীর। এ কারণে এমন কাউকে বাছাই করুন, যে শুধু আপনাকে সমর্থন করবে। এতে বিচ্ছেদের সময় আপনি মনে শান্তি পাবেন।