কর্মক্ষেত্রে সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে যা করবেন

লাইফ স্টাইল January 27, 2017 777
কর্মক্ষেত্রে সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে যা করবেন

কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা খুবই জরুরি। কিন্তু সেটা খুব সহজ ব্যাপার নয়। কারণ আপনাকে মিশতে হবে বিভিন্ন বয়সের ও নানা মনোভাবের মানুষের সঙ্গে। জেনে নিন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার কিছু কৌশল।


সহকর্মীদের সঙ্গে হাসিমুখে কথা বলুন। দেখা হলে হাসিমুখে কুশলাদি বিনিময় করুন। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কারো মতের সঙ্গে নাও মিলতে পারে। তবে অযথা মনোমালিন্য যেন না হয় খেয়াল করুন। সহকর্মীদের সাহায্য করুন এবং প্রয়োজনে তাদের কাছ থেকে সাহায্য নিন। কোনো কাজে আটকে গেলে সাহায্য চাইতে লজ্জাবোধ করবেন না। অফিসের আড্ডায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিন।


নিজেই শুধু বলবেন না, বেশি শুনুন। অফিশিয়াল পার্টি, পিকনিক কিংবা যে কোনো অনুষ্ঠান মিস করবেন না। এসব অনুষ্ঠানে খুব সহজেই সিনিয়র থেকে জুনিয়র সহকর্মীর সঙ্গেই সুসম্পর্ক গড়ে ওঠে। সহকর্মীদের বিশেষ কোনো দিন যেমন- জন্মদিন, বিবাহবার্ষিকী, ঈদ ও নববর্ষের মতো উৎসবের দিনে শুভেচ্ছা বার্তা পাঠান। দিতে পারেন উপহারও। কাজের ফাঁকে সহকর্মীদের পরিবারের খোঁজ নিন। কারো কোনো অসুবিধা থাকলে জানুন। প্রয়োজনে নিজে একটু বেশি কাজ করে তাকে কিছুটা বিশ্রাম দিন।


সহকর্মীদের মধ্যে যারা ইতিবাচক তাদের সঙ্গে কাজের ব্যাপারে আলোচনা করুন। একসঙ্গে অফিসের নানা সমস্যা সমাধান করুন। এতে আপনার কাজের উৎসাহ বাড়বে। যে সব কলিগ স্বভাবতই সন্দেহপ্রবণ এবং সমালোচনা প্রিয় তাদের হাসিমুখে এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনি তাদের প্রতি বিরক্ত- এটা বুঝতে দেবেন না।


সবারই কাজ করার নিজস্ব ধরন থাকে। জুনিয়র সহকর্মীদের ওপর আপনার ধ্যান-ধারণা চাপিয়ে দেবেন না। তাদের কাজের স্বাধীনতা দিন। অফিসের আড্ডায় সহকর্মীদের ব্যক্তিগত জীবনের সমালোচনা কখনোই করবেন না।


অফিসের কোনো নিয়ম পছন্দ না হলে সহকর্মীদের সঙ্গে সমালোচনা না করে কর্তৃপক্ষকে বলুন। অফিসে বসে সহকর্মীদের সঙ্গে অফিসের সমালোচনা করবেন না। অযথা কারো সঙ্গে খারাপ আচরণ করবেন না। জুনিয়র হলেও না। সহকর্মীদের কাজের প্রশংসা করুন। ভুল করলে বুঝিয়ে দিন।