সঙ্গমে নারীর ভয় কেন

লাইফ স্টাইল January 27, 2017 1,179
সঙ্গমে নারীর ভয় কেন

ব্রিটেনে প্রায় প্রতি দশ জন নারীর মধ্যে একজনের কাছে যৌন সঙ্গম বেদনাদায়ক ও ভয়ের একটি কাজ।


এটা সব বয়সী নারীর ক্ষেত্রেই ঘটতে পারে। তবে চিকিৎসায় এই সমস্যা ঠিক হতে পারে। ব্রিটিশ জার্নালে বিস্তৃত এক সমীক্ষায় এমন তথ্যই পাওয়া যায়।


বুধবার বিবিসি সূত্র জানায়, সঙ্গম উপভোগ না করা বা সঙ্গম করতে গিয়ে কষ্ট পাওয়ার এই ব্যাপারটি চিকিৎসা বিজ্ঞানে ডিসপ্যারেনিয়া নামে পরিচিত।


ব্রিটিশ জার্নাল অব অবসটেট্রিস অ্যান্ড গাইনোকলোজি ১৬ থেকে ৭৪ বছর বয়সী ৭ হাজার নারীর ওপর এই সমীক্ষাটি চালায়।


এদের সবারই রয়েছে নিয়মিত যৌন সম্পর্কের অভিজ্ঞতা। এটা সব বয়সী নারীর ক্ষেত্রেই ঘটতে পারে।


পঞ্চাশ এবং ষাট বছরের মাঝামাঝি আবার ১৬ থেকে ২৪ বছরের তরুণীদেরও এ সমস্যা হতে পারে। তবে এটা হলে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন গবেষকরা।


গবেষণায় দেখা গেছে, একজন নারী নানা কারণে বেদনাদায়ক সঙ্গমের অভিজ্ঞতা পেতে পারেন।


এটা হতে পারে শুষ্ক যোনি, সঙ্গম চলাকালে উদ্বিগ্ন থাকা কিংবা নিরানন্দ সঙ্গম। তবে যৌনবাহিত কিছু রোগের কারণেও এটা হতে পারে।


লন্ডনের ৬২ বছর বয়েসী ক্যারেন (ছদ্মনাম) বলছেন, ৪০ বছর বয়েস থেকে তার এই সমস্যাটা হচ্ছে।


তিনি বলন, 'আমার স্বামী যদিও আমার সমস্যাটা বুঝতে পারতেন, তারপরও তাকে এক পর্যায়ে ভয় পেতে শুরু করি আমি।


সঙ্গমে আমার যোনিপথ সংকুচিত হয়ে যেত।এটা শুধু সঙ্গমের ক্ষেত্রেই নয়, কোনো ডাক্তারি পরীক্ষা করতে গিয়েও এটা হত।পরে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।


ক্যারেন বলেন, 'অনেক নারী এটা নিয়ে কথা বলতে চান না। আমরা সন্তান জন্ম দেয়ার সময়কার ঘটনা নিয়ে নিজেদের মধ্যে বিস্তারিত আলাপ করি, কিন্তু আমাদের প্রজন্মের নারীরা সঙ্গম এবং ঋতুস্রাব নিয়ে খোলাখুলি কথা বলতে আগ্রহী না। আমাদের কথা বলা উচিত।'


এ বিষয়ে প্রধান গবেষক ড. ক্রিস্টিন মিচেল বলেছেন, শুধু বয়স্ক নারীরাই যে যৌন সমস্যা নিয়ে কথা বলতে বিব্রত হন তা নয়, এই প্রবণতা সব বয়সের ক্ষেত্রেই বিদ্যমান।


এদিকে ক্যানাডায় ২শ জন বিশ্ববিদ্যালয় ছাত্রীর ওপর চালানো এক জরিপে দেখা গেছে তাদের অর্ধেকের ক্ষেত্রেই প্রথম সঙ্গমের অভিজ্ঞতা ছিল বেদনাদায়ক।


ড. মিচেল এই পরিস্থিতি এড়াতে, তরুণ-তরুণীদের যৌন শিক্ষার মাধ্যমে প্রস্তুত করার ওপর গুরুত্ব দিতে বলেছেন।