পাত্রী দেখার ডিজিটাল সিস্টেম
পাত্রের মা : ফেসবুকে আপনাদের মেয়ের ফ্রেন্ড আছে কতজন?
পাত্রীর বাবা : ফ্রেন্ড আছে দুই হাজারের উপরে।
পাত্রের মা : মাত্র! আর ফলোয়ার কতজন?
পাত্রীর বাবা : ইয়ে... মানে, ফলোয়ারতো একজনও নেই।
পাত্রের মা : বলেন কি! আপনাদের মেয়ে তো তাহলে যার-তার রিকোয়েস্ট পেলেই অ্যাকসেপ্ট করে ফেলে! আসলে আমরা এমন একটা মেয়ে চাইছি, যার দশ হাজার প্লাস ফলোয়ার আছে! আচ্ছা, মেয়ের প্রোফাইল পিকচার দেখান তো!
পাত্রীর বাবা প্রোফাইল পিকচার অ্যালবামে ঢুকলেন।
পাত্রের মা : একি! একটা ছবিতেও দেখি ২৫টার বেশি লাইক পড়েনি! কমেন্ট যা আছে, তাও বিভিন্ন পেজের লিংক আর অ্যাড মি লেখা! এই মেয়ে ক্যানসেল!