সম্পর্ক ঠিকঠাক। কোনো পক্ষের কোনো অভিযোগ নেই। তবু একটা সময় মনে হতেই পারে, সব ঠিকঠাক চলছে তো? বিশেষ করে যৌনজীবনে কোনো অনীহা দেখা দেয়নি তো? অনেক দিন এক সঙ্গে থাকার পর সেই প্রশ্নের উত্তর যাচাই করে নিন নিজেরাই। মনে রাখবেন যৌনজীবন স্বাভাবিক থাকলে সম্পর্কও স্বাভাবিক থাকবে। এই বিষয়গুলোতে আপনার উত্তর যদি ইতিবাচক হয়, তবে চিন্তার কিছু নেই।
> কাজের কারণে অনেকদিনের জন্য সঙ্গীকে ছেড়ে যেতে হচ্ছে। এরপরেও স্কাইপ বা অন্যান্য মাধ্যমে আপনার ইচ্ছার কথা জানিয়ে দিন। সঙ্গীর থেকে জেন নিন, তিনিও একই রকম ইচ্ছা করছেন কিনা। প্রয়োজনে উত্তেজক বার্তা চালাচালি করুন।
> আজ ইচ্ছা নেই। দুজনের কেউ যদি এমনটা জানান, তবে পাশ ফিরে শুয়ে পড়বেন না। বরং ইচ্ছা জাগিয়ে তুলুন।
> সপ্তাহে কতবার মিলিত হচ্ছেন, তা হিসেব রাখার চেষ্টা করবেন না। ইচ্ছাটাই বড়। পরিসংখ্যান নয়।
> মিলিত হওয়ার সময় আশপাশে কী হচ্ছে ভুলে যান। ভাবুন, এই সময়টাই হয়ত শেষ। সময়টাকে পুরোপুরি সদ্ব্যবহার করুন।
> বিছানা থেকে নামলেন, আর সব শেষ হয়ে গেল। এমনটা নয়। বরং পরবর্তী মিলিত হওয়ার জন্য প্রস্তুত হন। অন্য সময়ও নিজেদের সম্পর্কের ঘনত্ব নিয়ে গর্বিত থাকুন।