রক্ত যৌতুক দাবি করছে

পাঁচমিশালী কৌতুক January 23, 2017 2,177
রক্ত যৌতুক দাবি করছে

ঝন্টু একদিন দুপুরে বসে আছে। হঠাৎ একটা মশা এসে ঝন্টুকে কামড় দিলো...


ঝন্টু : এখন দিনের বেলায় ও কামড় দিতে হবে?


মশা : কি করমু সাহেব? গরীব মশা আমি। মা-বাবা হাসপাতালে ভর্তি। ঘরে বিয়ের উপযুক্ত বোন আছে। সেদিন তার বিয়ে ঠিক হইছে। ছেলেপক্ষ ১ লিটার রক্ত যৌতুক দাবি করছে। তাই ওভারটাইম করতেছি।