প্রায় ১৯ ইঞ্চি দীর্ঘ পুরুষাঙ্গ নিয়ে বিপর্যস্ত এই বৃদ্ধ

ভয়ানক অন্যরকম খবর January 21, 2017 8,242
প্রায় ১৯ ইঞ্চি দীর্ঘ পুরুষাঙ্গ নিয়ে বিপর্যস্ত এই বৃদ্ধ

হ্যাঁ, যা দেখছেন এটাই সত্যি! কোনও কল্পকাহিনি নয়। আকার এখানে সত্যি বড় ব্যাপার। পুরো ১৮.৯ ইঞ্চি। কেন এই অস্বাভাবিক বৃদ্ধি কেউ জানেন না। তবে যৌবনের দুয়ারে পৌঁছনোর পর থেকেই এত বড় লিঙ্গ নিয়েই বহাল তবিয়তে জীবন কাটাচ্ছেন মেক্সিকোর রবার্তো এসকুয়িভাল ক্যাব্রেরা (৫৪)।


তর্কসাপেক্ষভাবে বিশ্বে রবার্তোই সবচেয়ে বড় লিঙ্গের অধিকারী। নিজের এই হাঁটুর নিচে পর্যন্ত পৌঁছে যাওয়া অঙ্গটি নিয়ে কম ঝামেলা পোহাতে হয় না তাঁকে। জীবনে মাত্র দুইজন মহিলার স্বাভাবিকভাবে রতিক্রিয়া করতে গিয়েছিলেন।


প্রথম জন দেখেই ভয় পেয়ে গিয়েছিলেন, পরের জনের সঙ্গে চেষ্টা করেও কিছু হয়নি। ঠিক মতো ঘুমোতেও পারেন না রবার্তো। লিঙ্গটি আলাদা একটি বালিশে রাখতে হয় সযত্নে। তারপর ঘুম আসে।


এর জন্য বারবার মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হয়েছে। সেই কারণে সারাক্ষণ লিঙ্গে ব্যান্ডেজ বেঁধে রাখেন।


ডাক্তাররা পরামর্শ দিয়েছিলেন অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ ছোট করিয়ে নিতে। আশ্বাসও দিয়েছিলেন, তাতে যৌন মিলন কিংবা সন্তান জন্মের ক্ষেত্রে কোনও সমস্যাই হবে না রবার্তোর।


কিন্তু স্বাভাবিক যৌন জীবনের চাইতে লম্বা লিঙ্গের খ্যাতি অনেক বেশি প্রিয় রবার্তোর। এর জোরেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে চান মেক্সিকার বাসিন্দা।


সূত্রঃ সংবাদ প্রতিদিন