আজিজ মৃত

পাঁচমিশালী কৌতুক January 20, 2017 1,047
আজিজ মৃত

মিসেস আজিজকে সবাই কৃপণ হিসেবে জানে। আজিজ সাহেব মারা যাওয়ার পর তিনি পত্রিকায় শোক বিজ্ঞপ্তি দিতে গেলেন। বিজ্ঞাপন ম্যানেজারের সঙ্গে তার কথা হচ্ছে...


মিসেস আজিজ : শোক বিজ্ঞপ্তির জন্য কত টাকা লাগবে?


ম্যানেজার : প্রতি পাঁচ শব্দ একশ’ টাকা।


মিসেস আজিজ : আমি মাত্র দু’টো শব্দ ছাপাতে চাই- ‘আজিজ মৃত’।


ম্যানেজার : তবু আপনাকে একশ’ টাকাই দিতে হবে। আপনি ইচ্ছা করলে আরও তিনটি শব্দ যোগ করতে পারেন।


মিসেস আজিজ : ঠিক আছে, তাহলে ওটার সঙ্গে যোগ করে দিন- ‘টয়োটা বিক্রি হবে’।