গাধা : আমার মালিক আমাকে খুব মারে।
কুকুর : তাহলে তুই এখান থেকে পালিয়ে যা।
গাধা : না, যাবো না।
কুকুর : কেন?
গাধা : আমার মালিকের সুন্দরী মেয়েটা যখন লেখাপড়া করতে চায় না, তখন মালিক তার মেয়েকে বলে, ‘তোকে এই গাধার সঙ্গে বিয়ে দেব’। মেয়েটাকেও আমার খুব পছন্দ হয়েছে। তাই এতো মার খেয়েও এখানে পড়ে আছি!