মৃত্যুকে ডেকে আনছে যে ১৫টি কারণ!

লাইফ স্টাইল January 14, 2017 1,572
মৃত্যুকে ডেকে আনছে যে ১৫টি কারণ!

মৃত্যুকে অতিক্রম করার ক্ষমতা কোনও জীবিত সত্তার নেই। মানুষ তার জীবন পরিক্রমার পরে মৃত্যুকে আলিঙ্গন করলে, কিছুই বলার থাকে না। তবে কোন কোন কৃতকর্ম নাকি মৃত্যুকে ত্বরান্বিত করে।


১৫টি কাজ আমাদের মৃত্যুকে দ্রুত নিয়ে আসে। এই কাজগুলি থেকে নিজেকে বিরত রাখলে আয়ুবৃদ্ধি অবশ্যম্ভাবী। দেখা যাক সেই ১৭টি কাজ—


১. সূর্যোদয়, সূর্যাস্ত এবং সূর্যগ্রহণের সময়ে সূর্যের দিকে তাকালে আয়ু কমে যায়।


২. নাস্তিকতা আয়ু কমিয়ে দেয়। ধর্ম ও কর্মের পথকে অস্বীকার করা, ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ করা মানবতার বিপরীত কাজ।


৩. বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করা।


৪. ফলাফল না জেনে কাজ করা।


৫. কুচিন্তা করা। নারী, শিশু তথা মানবতার ক্ষতিসাধনের চিন্তা করা।


৬. এক পায়ের উপরে আর এক পা তুলে বসা। এমন বসার ভঙ্গী মেরুদণ্ডের ক্ষয় ঘটায়।


৭. এঁটো হাত দিয়ে লেখা বা পড়ার কাজ করা।


৮. ভাঙা ও অপরিচ্ছন্ন আয়নায় প্রতিচ্ছবি দেখা।


৯. দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিকে মাথা রেখে শোওয়া। এমন ভঙ্গি মৃ্ত্যুকে ত্বরান্বিত করে।


১০. সম্পূর্ণ অন্ধকার ঘরে ঘুমনো।


১১. ভাঙা খাটে ঘুমনো।


১২. প্রতিবন্ধী মানুষকে উপহাস করা।


১৩. কারোর কাছ থেকে কোনও কিছু ধার নেওয়া। বিশেষ করে, কাউকে জামা-কাপড়-জুতো দিলে বা নিলে তার নেগেটিভ এনার্জি সেই সঙ্গে চলে আসে।


১৪. নিষিদ্ধ বস্তু ভক্ষণ করা।


১৫. কারোর পিছনে তার ক্ষতি করার চেষ্টা বা তার সম্পর্কে মিথ্যা কথা বলাও আয়ুর হ্রাস ঘটায়।


- বিডি প্রতিদিন