বড় বাবু টেলিফোন ধরে শুনলেন, অন্য দিক খুব বয়স্ক একজন লোক কাঁপা কাঁপা গলায় বলছেন–
বয়স্ক লোক : মাফ করবেন আপনাদের অফিসের সুভাষকে একটু ডেকে দেবেন?
বড় বাবু : কে বলছেন?
বয়স্ক লোক : আমি ওর ঠাকুরদা বলছি।
বড় বাবু : দুঃখিত সুভাষ আফিসে নেই। সে আপনাকে পোড়াতে গিয়েছে।