মজার ধাঁধা সমগ্র - ১৪তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer January 9, 2017 3,746
মজার ধাঁধা সমগ্র - ১৪তম পর্ব

হারালে খুঁজি তারে

পাইলে নেই না ঘরে।


উত্তর : পথ


ভারতের মধ্যে আছে

কোন সে প্রদেশ?

পেট তার কেটে দিলে,

খেতে লাগে বেশ


উত্তর : আসাম, আম।


জলেতে জন্ম তার, জলে তার বাড়ি

ফকির নয়,ওঝা নয়,তার মুখেতে দাড়ি।


উত্তর : চিংড়ি


পা নেই মাথা নেই,

আছে তিন হাত ।

তিন হাত ঘোড়ায়

সে, সারা দিন রাত।


উত্তর : ঘড়ি