মেট্রিক পাস পাত্রী দরকার! মামুন গেছে বিয়ে করার জন্য কনে দেখতে। যথারীতি প্রথমে কনের নানির সঙ্গে পরিচয় ও কথাবার্তা হল। কথার এক ফাঁকে মামুন (কনের নানির কাছে) জেনে নিল কনে মেট্রিক পাস।
একটু পর কনে আসল লেবুর শরবত নিয়ে। দেখে পছন্দ করল মামুন। দিলও কয়েকটা হাজার টাকার নোট। কথা বলতে গিয়া ঘটল অঘটন-
মামুন : লেখাপড়া কতদূর?
কনে : এসএসসি পাস।
মামুন : হ্যাঁ, একটা মিথ্যুকের দল আমার সঙ্গে মিথ্যা বলল। নানি বলছে মেট্রিক, নাতনী বলে এসএসসি? হ্যাঁ, আমি কি বুঝি না? মনে কর কিছু জানি না?