১০ বছর ধরে যৌনসম্পর্কে অনীহা স্ত্রীর, অতঃপর...

ভয়ানক অন্যরকম খবর January 8, 2017 1,956
১০ বছর ধরে যৌনসম্পর্কে অনীহা স্ত্রীর, অতঃপর...

বিয়ে হয়েছে প্রায় ১৮ বছর। বেশ সুখেই সংসার চলছিল ভারতর উত্তরপ্রদেশের ঘাসি রাম এবং মাঞ্ঝরি দেবীর। তাদের ৩ সন্তানও রয়েছে। তবে বিয়ের ৭-৮ বছর পর থেকেই সম্পর্কটা খারাপ হতে থাকে। হঠাৎই স্বামীর সঙ্গে যৌন ক্রিয়াকলাপ থেকে একেবারেই দূরে সরে যান স্ত্রী মাঞ্ঝরি দেবী।


কিন্তু গত ১০ বছর ধরে তাদের মধ্যে কোন রকম যৌনসম্পর্ক গড়ে ওঠেনি। এতে রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন ঘাসি রাম। এর সূত্র ধরে সম্প্রতি একদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ঢুকে স্ত্রীকে সঙ্গমে প্ররোচিত করেন। স্ত্রী ফের না বলায়, নিজের যৌনাঙ্গ নিজেই কেটে ফেলেন ঘাসি রাম।


যদিও মাঞ্ঝরি দেবী তার স্বামীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, মদ্যপ অবস্থায় থাকার কারণেই তিনি স্বামীর সঙ্গে সঙ্গম করতে অস্বীকার করেছিলেন। সেই উত্তর শুনে স্বামী ঘাসি রাম কেন এমন কাজ করলেন তা তিনি নিজেও বুঝতে পারছেন না। সূত্র: এবেলা।