সব মহিলাই খোঁজেন প্রেমের সেই প্রকৃত পরশ, যা তাঁর শরীরকে দেবে সেই চরম অনাবিল সুখানুভূতি। ইন্টারনেটে সার্চ লিস্টে উপরের সারিতেই মিলবে এর ঠিকানা৷ নারী জানতে চায় পুরুষের মনের খবর, আর পুরুষের কৌতুহল নারী দেহের কুহেলিকা নিয়ে৷
এই রহস্যই ভেদ করার চেষ্টা করেছেন এক দল গবেষক৷ যাদের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে নয়া তথ্য৷ কোন ধরনের পুরুষরা মহিলাদের বেশি সুখি করতে পারে, জানিয়েছেন তাঁরা। না, এর জন্য সিক্স প্যাক অ্যাব কিংবা কোনও ফেয়ারনেস ক্রিমের প্রয়োজন নেই৷ দরকার একটু রসিক হওয়ার৷ হাস্য রস যে পুরুষের স্বভাবে রয়েছে, তাঁরাই সবচেয়ে ভাল মহিলাদের চরম সুখানুভূতি দিতে পারেন৷
সুখি করার দক্ষ পুরুষদের তালিকায় ঠাঁই পেয়েছেন সেই পুরুষরাও, যাঁরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল৷ নারীমনের গয়না প্রেমের খবর যাঁরা রাখেন, তাঁদের কাছেই ধরা দেয় নারী শরীরও৷ অবশ্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন, তা হল আত্মবিশ্বাস৷ আত্মবিশ্বাসী পুরুষই নারীকে সবচেয়ে বেশি সুখ দিতে পারেন৷ তবে মনে রাখবেন, আত্মবিশ্বাস ও মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্যে ফারাকটা কিন্তু খুবই সূক্ষ্ম৷