চলন্ত ট্রেনের কামরায় তিন মহিলা গল্প করছে। সেই কামরায় অল্প বয়সের একটি ছেলে শুয়ে তাদের গল্প শুনছিল। মহিলা তিনজন গল্প করতে করতে বয়সের কথা এসে যায়। তখন প্রথম জন বলল. . .
১ম জন : আমার বয়স আর কত হবে? এই ধরুন ঊনিশ।
২য় জন : আমার বয়স আর কত হবে? এই ধরুন সতেরো।
৩য় জন : আমার আর কত? এই ধরুন পনেরো।
এই তিন মহিলার বয়স কমানো শুনে ছেলেটি ধপাস করে শোয়া থেকে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে তিন মহিলা তার কাছে এগিয়ে গেল এবং জানতে চাইল. . .
মহিলা : কীভাবে পড়লে?
ছেলে : আমি তো পড়ি নাই, এইমাত্র জন্মগ্রহণ করলাম।