নাতি : ঘুম আসছে না! চলো কথা বলি।
দাদি : ঠিক আছে।
নাতি : আচ্ছা দাদি, আমরা কি পাঁচজনই থাকবো? মা-বাবা-তুমি-আমি আর আমার ছোট বোন?
দাদি : না, ছয়জন হবো যখন তুই বিয়ে করবি!
নাতি : তাহলে যখন ছোট বোনের বিয়ে হবে? আবার তো পাঁচজন হয়ে যাবো।
দাদি : তাহলে তোর আবার মেয়ে হবে! তখন ছয়জন হয়ে যাবো!
নাতি : তাহলে তুমি তখন মারা যাবে!
দাদি : যা ঘুমা, বান্দর পোলাপান। কোথা থেকে এইসব ফালতু কথা শিখে আসে? তুই আর আমার সাথে কথা বলবি না!