বিছানা ভাসায়া দিছি

পাঁচমিশালী কৌতুক December 30, 2016 1,654
বিছানা ভাসায়া দিছি

দুই পিচ্চির কথা হচ্ছে...


১ম পিচ্চি : জানিস, কাল রাতে সপ্নে দেখি আমি ফায়ার সার্ভিসে চাকরি পাইছি এবং এক বাসায় আগুন নিভাইতাছি!


২য় পিচ্চি : দারুণ তো! তারপর কি হল দোস্ত?


১ম পিচ্চি : কি আর হবে, ঘুম থেকে উঠে দেখি কাজ শেষ!


২য় পিচ্চি : কেনরে, কী হয়েছিল?


১ম পিচ্চি : আর বলিস না, দেখি বিছানা ভাসায়া দিছি।