সবচেয়ে মজাদার মিথ্যা

পাঁচমিশালী কৌতুক December 27, 2016 2,003
সবচেয়ে মজাদার মিথ্যা

ভদ্রলোক : কী নিয়ে রাস্তায় ঝগড়া করছ তোমরা?


কিশোর : একটা কুকুর ছানা নিয়ে, স্যার। আমরা স্থির করেছি, যে সবচেয়ে মজাদার মিথ্যা বলতে পারবে, কুকুরছানাটা তারই হবে।


ভদ্রলোক : বলিস কী! তোদের মতো বয়সে মিথ্যা কাকে বলে তো আমরা জানতামই না।


কিশোর : তাহলে কুকুরছানাটা আপনিই পেলেন, স্যার।