পরখ করে চুরি

পাঁচমিশালী কৌতুক December 23, 2016 1,373
পরখ করে চুরি

গৃহকর্তাঃ (ঘুমের ঘোরে) কে ওখানে?


চোরঃ আমি হ্যাবলা চোর।


গৃহকর্তাঃ ওখানে কী করিস?


চোরঃ চুরি করছি।


গৃহকর্তাঃ চুরি করবি তো হারমোনিয়াম বাজাচ্ছিস কেন?


চোরঃ আমাদের সর্দার যা নেব সব বাজিয়ে (পরখ করে) নিতে বলেছে। তাই হারমোনিয়াম বাজিয়ে নিচ্ছি।