গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ১২তম পর্ব

অনলাইনে পড়াশোনা December 22, 2016 1,786
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ১২তম পর্ব

১. যা জলে চরে—জলচর।


২. যা কষ্টে লাভ করা যায়—দুর্লভ।


৩. যা পূর্বে ঘটেনি—অভূতপূর্ব।


৪. যার তল স্পর্শ করা যায় না— অতলস্পর্শী।


৫. যার বিশেষ খ্যাতি আছে—বিখ্যাত।


৬. যার নাম কেউ জানে না— অজ্ঞাতনামা।


৭. যার পত্নী গত হয়েছে—বিপত্মীক।


৮. যার ভাতের অভাব—হাভাতে।


৯. যার মমতা নেই—নির্মম।


১০. যার তুলনা হয় না—অতুলনীয়।


১১. যার সীমা নেই—অসীম।


১২. যার তুলনা নেই—অতুলনীয়।


১৩. যার অন্ত নেই—অন্তহীন।


১৪. যার শত্রু জন্মায়নি—অজাতশত্রু।


১৫. গরু রাখার স্থান — গোহাল।


১৬. ঢেউয়ের ধ্বনি — কল্লোল।


১৭. পুবের বাতাস — পুবালি।


১৮. গরু চরায় যে — রাখাল।


১৯. গাভির ডাক — হাম্বা।


২০. বিশ্বের যে নবী — বিশ্বনবী।


২১. বিদেশে থাকে যে — প্রবাসী।


২২. পুতুল পূজা করে যে — পৌত্তলিক।


২৩. রুপার মতো — রুপালি।


২৪. মাটির তৈরি শিল্পকর্ম — মৃৎশিল্প।


২৫. আঠা যুক্ত আছে যাতে — আঠালো।