গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ১১তম পর্ব

অনলাইনে পড়াশোনা December 21, 2016 1,543
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ১১তম পর্ব

👉 যে আকাশে চরে—খেচর।


👉 যা মর্ম স্পর্শ করে—মর্মস্পর্শী।


👉 যা সহজে লাভ করা যায়—সুলভ।


👉 যা সহজে লাভ করা যায়—সুলভ।


👉 যা সহজে ভেঙে যায়—ভঙ্গুর।


👉 যা বালকের মধ্যেই সুলভ—বালসুলভ।


👉 যা লাফিয়ে চলে—প্লবগ।


👉 যা বুকে হাঁটে—সরীসৃপ।


👉 যা বলার যোগ্য নয়—অকথ্য।


👉 যা চুষে খাওয়া যায়—চুষ্য।


👉 যা জলে জন্মে—জলজ।


👉 যা দেখা যাচ্ছে—দৃশ্যমান।


👉 যা পূর্বে ছিল এখন নেই—ভূতপূর্ব।


👉 যা একইভাবে চলে —গতানুগতিক।


👉 যা বাক্যে প্রকাশ করা যায় না— অবর্ণনীয়।


👉 যা কষ্ট করে জয় করা যায়— দুর্জয়।


👉 যা হবেই/হইবে—ভাবী।


👉 যা সহজে দমন করা যায় না— দুর্দমনীয়।


👉 যা মাটি ভেদ করে ওঠে—উদ্ভিদ।


👉 যা ফুরায় না—অফুরান।