গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ৭ম পর্ব

অনলাইনে পড়াশোনা December 17, 2016 1,346
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ৭ম পর্ব

👉 দমন করা যায় না এমন—অদম্য।


👉 দিনের মধ্যভাগ—মধ্যাহ্ন।


👉 দিনে যে একবার আহার করে—একাহারী।


👉 দিবসের প্রথম ভাগ—পূর্বাহ্ন।


👉 দিবসের শেষ ভাগ—অপরাহ্ন।


👉 দূরে দেখে না যে—অদূরদর্শী।


👉 নষ্ট হয় যা—নশ্বর।


👉 নিশাকালে চরে বেড়ায় যে—নিশাচর।


👉 নদীমাতা যার—নদীমাতৃক।


👉 নূপুরের শব্দ—নিক্বণ।


👉 নতুন কিছু তৈরি করা—উদ্ভাবন।


👉 নিজের অধিকার—স্বাধিকার।