গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ৬ষ্ঠ পর্ব

অনলাইনে পড়াশোনা December 16, 2016 1,938
গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ - ৬ষ্ঠ পর্ব

👉 কূলের সমীপে—উপকূল।


👉 কর্ম সম্পাদনে পরিশ্রমী—কর্মঠ।


👉 কল্পনা করা যায় না এমন—অকল্পনীয়।


👉 কোকিলের স্বর—কুহু।


👉 খাবার যোগ্য—খাদ্য।


👉 খ্যাতি আছে যার—খ্যাতিমান।


👉 ঘোড়ার ডাক—হ্রেষা।


👉 চিরদিন মনে রাখার যোগ্য—চিরস্মরণীয়।


👉 জানার ইচ্ছা—জিজ্ঞাসা।


👉 জয়ের জন্য যে উৎসব—জয়োৎসব।


👉 ডালের আগা—মগডাল।


👉 তুলনা হয় না এমন—অতুলনীয়।


👉 তিন রাস্তার মোড়—তেমাথা।


👉 তাল ঠিক নেই যার—বেতাল।


👉 ত্রি (তিন) ফলের সমাহার—ত্রিফলা।