👉 যার আকার নেই—নিরাকার।
👉 যার পীড়া হয়েছে—পীড়িত।
👉 যার উপস্থিত বুদ্ধি আছে—প্রত্যুৎপন্নমতি।
👉 যিনি অধিক ব্যয় করেন না—মিতব্যয়ী।
👉 কম কথা বলে যে—মিতভাষী।
👉 যার কোনো কিছুতে ভয় নেই—অকুতোভয়।
👉 যার অন্য উপায় নেই—অনন্যোপায়।
👉 যার কাজ করার শক্তি আছে—সক্ষম।
👉 যিনি শিক্ষা দান করেন—শিক্ষক।
👉 যিনি বিশেষ জ্ঞান রাখেন—বিশেষজ্ঞ।
👉 শুভক্ষণে জন্ম যার—ক্ষণজন্মা।
👉 শত্রুকে দমন করে যে—অরিন্দম।
👉 শৈশবকাল অবধি—আশৈশব।
👉 শুকনো পাতার শব্দ—মর্মর।