আজকের ধাঁধা : ১১ ডিসেম্বর, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer December 11, 2016 5,001
আজকের ধাঁধা : ১১ ডিসেম্বর, ২০১৬

তোমার বৌ তুমি গেলে দেয় না,


কিন্তু আমি গেলে দেয়।


উঃ–ঘোমটা।


তিন বর্ণে নাম যার অনেকেই খায়,


পেট কেটে দিলে তার তাক হয়ে যায়।


শেষ বর্ণ বিহনে সেজে পিতলেতে রয়,


বলো নবীন ভাই-বোনেরা কোন সে বস্তু হয়।


উঃ—তামাক।


রজনীতে জম্ম তার দিবসে মরণ,


বিনাশ্রমে শূন্যপথে করে সে ভ্রমণ,


ক্ষণে দর্শন হয়ে ক্ষণে অদর্শন,


হঠাৎ পড়িলে সবে বলে অলক্ষণ।


উঃ–তারা