ভূতের সঙ্গে যৌন সম্পর্ক!

ভয়ানক অন্যরকম খবর December 10, 2016 2,889
ভূতের সঙ্গে যৌন সম্পর্ক!

ভূতের সঙ্গে যৌন সম্পর্কের কথা শুনে অবাক হচ্ছেন? ভাবছেন, যার অস্তিত্বই নেই, তার সঙ্গে যৌনাচার হয় কীভাবে? ঘোস্ট, হাওয়া কিংবা হন্টেড থ্রিডি ছবিগুলা দেখেছেন? এসব ছবিতে অদৃশ্য শক্তির সাথে যৌন সম্পর্ক করতে দেখা যায় তরুণীদের। কিন্তু সম্প্রতি গবেষকরা এর বাস্তব ভিত্তি আছে বলে দাবি করেছেন।


গবেষকদের ভাষায় ভূতের সঙ্গে যৌনাকাঙ্ক্ষার এই ব্যাপারটিকে ‘স্পেকট্রোফিলিয়া’ বলে। বিজ্ঞানীরা বলছেন, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কেবল পৌরাণিক কাহিনীতেই এর অস্তিত্ব পাওয়া যায়। তবে গবেষকরা বলছেন, এর অস্তিত্ব আছে। বাস্তবেও এমন ঘটে বলে অনেক তরুণী তাদের জানিয়েছেন।


গবেষকরা বলছেন, তরুণীরাই বিশেষ করে এমন অভজ্ঞতার কথা জানিয়েছেন। অদৃশ্য হাত তাদের শরীরে খেলা করে বলে তারা অনুভব করেন। কেউ কেউ যৌন সম্পর্ককে উপভোগ করার কথাও স্বীকার করেছেন গবেষকদের কাছে। তবে গবেষকরা পুরো ব্যাপারটিকে মানসিক রোগ বলেই আপাতত ধারণা করছেন।