প্রেমিকার প্রয়োজনীয়তাও জানা জরুরী!

লাইফ স্টাইল December 9, 2016 990
প্রেমিকার প্রয়োজনীয়তাও জানা জরুরী!

প্রেম একটি স্বর্গীয় অনুভূতি। আর প্রেমের সম্পর্কে প্রেমিকার মনের কথা, তার চাহিদার কথা বুঝতে পারা প্রেমিকের জন্য অত্যন্ত জরুরী।


আর যারা এই প্রথমবার প্রেমের যুদ্ধে নামতে চলেছেন, তাদের জন্য মূলত কিছু টিপস রইল৷ পারলে একবার চোখ বুলিয়ে নিন, তাতে মনে হয় লাভবান হবেন আপনি নিজেই...


১) আত্মবিশ্বাস যেন ভরপুর থাকে আপনার মধ্যে৷ পকেট গড়ের মাঠ হলেও, কুছ পরোয়া নেহি, আপনার কথাই সেই অভাব পূর্ণ করে দেবে৷ আর সেক্ষেত্রে আত্মবিশ্বাস থাকাটা খুব দরকার৷ সঙ্গে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন৷ আপনি প্রেম করতে যাচ্ছেন, যা বোর্ডের পরীক্ষার মতো সিরিয়াস বিষয়৷


২) বেশি কিছু প্রিটেন্ড করতে যাবেন না৷ আপনি যা, তাইই থাকুন৷ যদি লংটার্ম প্রেমে বিশ্বাসী তাহলে সৎ পথে হাতে সময় নিয়ে এই শুভকাজে হাত দিন৷ আর যদি আপনার সেনস অব হিউমার খুব ভালো হয়, তাহলে কিন্তু আপনি আপনার পথটা অনেকটা মসৃণ করে ফেলেছেন, ধরেই নিতে পারেন৷


৩) মেয়েরা কিন্তু অপেক্ষা করতে বিশেষ পছন্দ করেন না৷ বরঞ্চ অপেক্ষা করাতে অনেকেই ভালোবাসে৷ তাই সময় জ্ঞানটা ঠিকঠাক রাখতেই হবে৷ পারলে ডেটিং বা মিটিংয়ে সময়ের আগে হাজির হয়ে যান নির্দিষ্ট স্থানে৷


৪) প্রেমের ঘুড়ি যেন বিরক্তিকর না হয়ে যায়, তাই অতি সাবধানে পা ফেলুন৷ ডেটিংয়ের জায়গা হোক বা রেস্তোরাঁর মেনু, প্রেমিকার কথাকে একটু গুরুত্ব দিলে মন্দ কি৷ দেখবেন আপনার পথটা আরও মসৃণ হয়ে উঠছে৷ আর যেটা গুরুত্বপূর্ণ তা হল, ভালো শ্রোতা হতেই হবে আপনাকে৷ সঙ্গীর কথা শুনে সঙ্গীকে বুঝবার চেষ্টা করুন৷


৫) তবে শুধু কথা শুনে গেলেই হবে না, যখন বুঝবেন প্রেমের বড়শিতে টান পড়ছে তখন কিন্তু আরও অনেক কাজ বাকি, অনেক চলা বাকি৷ আর সেই পথ চলতে গেলে হাত টা একটু ধরবেন না তাই আবার হয় নাকি? পথ যে অনেকটা পাড়ি দিতে হবে৷