একদিন এক ছেলে হাত ঢুকিয়ে দিয়েছে বাদাম ভর্তি বয়ামে। মুঠো ভরে বাদাম নিয়েছে ইচ্ছে মত। কিন্তু তার পর? মুঠোর চেয়ে বয়ামের গলা সরু। আর ত হাত বের করতে পারে না।
এদিকে সে বাদাম কমাবে না, ওদিকে মুঠোও বার করতে পারছেনা। জোর কান্নাকাটি জুড়ে দিল সে।
পাশ দিয়ে যেতে যেতে একজন তখন তাকে বলল, “অর্ধেক নিয়ে খুশী থাক, তা হলে অনায়াসে মুঠো বার করে নিতে পারবে।"
প্রাচীন বচনঃ একবারে বেশী নিতে নেই।
[ইন্টারনেট হতে সংগ্রহিত]