সব বন্ধুকে সঙ্গীর সামনে নয়!

লাইফ স্টাইল December 8, 2016 845
সব বন্ধুকে সঙ্গীর সামনে নয়!

প্রেমে পড়েছেন আর বন্ধুরা জানবে না, এমন আবার হয় নাকি?‌ তাই বলে সকলের সঙ্গে কাছের মানুষটির আলাপ করিয়ে দেবেন না যেন!‌ প্রথম থেকেই সাবধান থাকেন।


১. ছোট বেলার বন্ধু বা বান্ধবী। মনে মনে হয়ত আপনাকে পছন্দ করে। কিন্তু বলতে পারে না। হঠাৎ আপনার জীবনে নতুন কাউকে দেখলে চটে যেতে পারে। ছোট থেকে আপনাকে চেনে আমনে আপনার ব্যাপারে সবকিছু জানে। আপনার কাছের মানুষটির কান ভারি করতে আর কতক্ষণ!


২. সম্পর্ক ভেঙে গেলেও, পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে এখনও বন্ধুত্ব রয়েছে। তাই বলে আপনার জীবনের নতুন মানুষটিকে আলাপ করিয়ে দেবেন না যেন!‌ হঠাৎ করে পুরনো কাসুন্দি উঠে আসতে পারে। আবার আপনার খারাপ অভ্যাসগুলোও তার সামনে বেশি করে তুলে ধরতে পারে।


৩. প্রিয় বন্ধু বা বান্ধবীটিকে নিয়ে কাছের মানুষটির সঙ্গে দেখা করতে যাবেন না। বাড়তি মানুষ থাকলে এমনিতেই আপনাদের কথাবার্তা জমবে না। আর কপাল খারাপ হলে দেখবেন, ওরাই হয়ত খোশ গল্পে মশগুল। বাদ পড়ে গেলেন আপনিই।


৪. প্রেমিকের সঙ্গে সুন্দরী প্রিয় বান্ধবীর দেখা করিয়েছেন কি মরেছেন। মুখে যতই বলুন রূপে কিছু যায় আসে না, আসলে ডাকসাইটে সুন্দরী দেখলেই হল।


৫. ফ্লার্ট করতে ওস্তাদ এমন বন্ধুর থেকেও সাবধান। আপনার প্রেমিক বা প্রেমিকাটিকে কাটিয়ে নিয়ে চলে যেতে পারে।