গুরুত্বপূর্ণ কিছু প্রবাদ বাক্য - শেষ পর্ব

অনলাইনে পড়াশোনা December 8, 2016 1,854
গুরুত্বপূর্ণ কিছু প্রবাদ বাক্য - শেষ পর্ব

৯১. একতায় উত্থান, বিভেদে পতন।

= United we stand, divided we fail.


৯২. অপচয় করো না, অভাবও হবে না।

= Waste not, want not.


৯৩. অসারের তর্জন গর্জন স্যার।

= Empty vessel sounds much.


৯৪. আপন চরকায় তেল দাও।

= Oil your own machine.


৯৫. কষ্ট বিনা কেষ্ট মেলে না।

= No pains, no gains.


৯৬. কয়লা ধূলে ময়লা যায় না।

= Black will take no other hue.


৯৭. আপন ভাল তো জগত ভালো।

= To the pure all things are pure.


৯৮. উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো।

= Example is better than precept.


৯৯. এক হাতে তালি বাজে না।

= It takes two to make quarrel.


১০০. উদোর পিন্ডি বুদোর ঘাড়ে।

= One doth the scathe, another hath the scorn.