আজকের ধাঁধা : ০৮ ডিসেম্বর, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer December 8, 2016 2,567
আজকের ধাঁধা : ০৮ ডিসেম্বর, ২০১৬

এক শালিকের দুই মাথা

শালিক গেল নিতে গোলপাতা

গেল শালিক পানিতে ভেসে

মাঝি ভাই উঠলো হেসে।


উত্তর : নৌকা


এক গাছে হয় তিন তরকারি

আজব কথা বলি হাড়ি।


উত্তর : কলাগাছ


এক মুড়ি বারো ভাই, একসাথে রয়

সকল ভাইয়ের সবাই একই নাম কয়।


উত্তর : দাঁত।