আমি যাকে মামা বলি,
বাবাও বলে তাই,
ছেলেও মামা বলে,
মাও বলে তাই।
উঃ—চাঁদ
উপর থেকে পড়ল বুড়ি রঙ্গিন জামা গায়,
যে পায় সে ঘরে নিয়ে রস তার খায়।
উঃ—তাল।
আমি তুমি একজন
দেখবে একই রূপ।
আমি কতো কথা কই,
তুমি কেন চুপ।
উঃ—ছবি।
Login | Sign Up |
আমি যাকে মামা বলি,
বাবাও বলে তাই,
ছেলেও মামা বলে,
মাও বলে তাই।
উঃ—চাঁদ
উপর থেকে পড়ল বুড়ি রঙ্গিন জামা গায়,
যে পায় সে ঘরে নিয়ে রস তার খায়।
উঃ—তাল।
আমি তুমি একজন
দেখবে একই রূপ।
আমি কতো কথা কই,
তুমি কেন চুপ।
উঃ—ছবি।