একবার এক লোক পানিতে ডুবে যাচ্ছিল। সে অনেকক্ষণ চিৎকার করল কিন্তু আশেপাশে কেউ ছিল না তাকে বাঁচানোর মত।
পানিতে হাবুডুবু খেতে খেতে তার হাতে একটা মাছ ধরা পড়ল।
সে মাছটাকে জোরে মাটির দিকে ছুঁড়ে মেরে বলল, ‘আমি তো সাঁতার জানি না, তাই নিজের জীবন বাঁচাতে পারলাম না।
কিন্তু তোকে মরতে দেব না, তুই অন্তত নিজের জীবনটা বাঁচা!’