আজকের ধাঁধা : ০৩ ডিসেম্বর, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer December 3, 2016 2,236
আজকের ধাঁধা : ০৩ ডিসেম্বর, ২০১৬

১) আছে ফল, আছে জল, মাটি পাতা রস

অনল পবন, ধূম্র, সবার পরশ।

মুখে মুখে কহে কথা, একই বোল বলে,

না চুমিলে রহে চুপ, হাতে মুখে চলে।


উত্তরঃ সাজানো হুক্কা।


২। আজব জিনিস হাতে চলে, মাথায় বলে কথা,

পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা।


উত্তরঃ ঝর্ণা কলম।


৩। আমি যখন এলাম, তুমি কেনো এলে না,

তুমি যখন এলে, কতো কি খেলে,

একবার গেলে, ফিরে তুমি এলে,

কিন্তু হিয়! বৃদ্ধকালে আমায় ছেড়ে গেলে!


উত্তরঃ দাঁত


[ইন্টারনেট হতে সংগ্রহিত]