আজকের ধাঁধা : ০২ ডিসেম্বর, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer December 2, 2016 3,000
আজকের ধাঁধা : ০২ ডিসেম্বর, ২০১৬

১। অতি ক্ষুদ্র মুখ তার, বৃহৎ শরীর,

হস্ত-পদ নাহি তার, উদর গভীর।

তরল খাবার খায় করিয়া আনন্দ,

রাত্রিকালে খাবার বিনে করে সবে অন্ধ।


উত্তরঃ কুপি।


২। অতি ক্ষুদ্র জিনিসটা,

বহন করে মানুষটা।


উত্তরঃ জুতা।!


৩। অন্ধকারে আলো দেয়, অনল তাপে গলে যায়, দোকানে কিনতে পাওয়া যায়, বলোতো কি?


উত্তরঃ মোমবাতি।


সূত্রঃ ইন্টারনেট