মর্গের ফ্রিজারে চোখ মেলে চাইল মৃতদেহ!

ভয়ানক অন্যরকম খবর December 2, 2016 1,526
মর্গের ফ্রিজারে চোখ মেলে চাইল মৃতদেহ!

মর্গের ভেতর থেকে হঠাৎ কার যেন গলার স্বর ভেসে এল৷ অপ্রত্যাশিত শব্দে চমকে উঠলেন এক হাসপাতাল কর্মী৷ কী ব্যাপার? মর্গ থেকে মানুষের গলার আওয়াজ আসছে কীভাবে? মর্গের ভেতরে ঢুকে বুঝলেন একটি রেফ্রিজারেটরের ভেতর থেকে কেউ চিৎকার করার চেষ্টা করছেন৷ ফ্রিজার খুলতেই দেখা গেল, নগ্ন অবস্থায় শুইয়ে রাখা একটি ‘মৃতদেহ’ ঠান্ডায় কাঁপছে এবং লোকটির থেকে কম্বল চাইছে৷ ভয়ে আর বিস্ময়ে প্রথমে হতভম্ব হয়ে যান হাসপাতাল কর্মী৷ এ তো নির্ঘাত ভূত!


কোনোরকমে নিজেকে সামলে নিয়ে ফ্রিজার থেকে ব্যক্তিকে বের করে আনলেন৷ চিকিৎসক এসে পরীক্ষা করে জানালেন, অত্যধিক মদ্যপান করার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে সাময়িকভাবে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল কামিল নামের ওই ব্যক্তির৷ মর্গেই তিনি ফের প্রাণ ফিরে পান৷


মজার বিষয় হল, মৃত্যুর চোখে ধুলা দিয়ে পোল্যান্ডের কামিল বাড়ি ফিরে যাননি৷ বরং ফের মদ্যপানের জন্য মর্গ থেকে বেরিয়ে সোজা গিয়ে যোগ দেন বন্ধুদের সঙ্গে! মদ্যপানের নেশা যে কতটা সর্বনাশা, তা ২৫ বছরের কামিলকে দেখলেই পরিষ্কার হয়ে যায়।


সূত্র: সংবাদ প্রতিদিন