একশ’ কিস করতে পারতাম

পাঁচমিশালী কৌতুক November 30, 2016 2,259
একশ’ কিস করতে পারতাম

মেয়ে : আমি যদি মশা হতাম, তোমাকে দিনে একশ’ কিস করতে পারতাম!


ছেলে : তাহলে আমিও অনেক খুশি হতাম।


মেয়ে : কেন?


ছেলে : তাহলে তোমাকে দিনে একশটা থাপ্পড় মারতে পারতাম!