হতাশার কারণে শারীরিক যে ক্ষতি হয়!

লাইফ স্টাইল November 28, 2016 1,375
হতাশার কারণে শারীরিক যে ক্ষতি হয়!

সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, যে সকল যুবকরা প্রায়ই হতাশায় ভোগেন, তাদের হজম শক্তিতে সমস্যা দেখা দেয়।


তাছাড়া অত্যধিক হতাশাগ্রস্থ হলে চর্ম রোগেরও উপদ্রব ঘটে বলে গবেষণায় উঠে এসেছে।


গবেষণায় উল্লেখ হয়, মানসিক হতাশার কারণে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা যায়, যা অবিশ্বাস্য হলেও সত্য।


গবেষণায় বলা হয়, আমাদের গবেষনালব্ধ তথ্যানুযায়ী, দেহের সঙ্গে মন কিংবা মনের সঙ্গে দেহের এক ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। যেখানে কোন এক অংশে সমস্যা দেখা দিলে অন্য অংশেরও তার প্রভাবে সমস্যার সৃষ্টি হয়।


শিশু ও যুবকদের মধ্যে মানসিক ব্যধি ও শারীরিক সমস্যার নিবিড় সম্পর্কের প্রমাণ মিলানোর উদ্দেশ্যে সুইজারল্যাণ্ডের ব্যাসেল বিশ্ববিদ্যালয়ের ম্যারিয়ন ও গুন্থার নামে দুই বিখ্যাত গবেষকের নেতৃত্বে এক গবেষনা পরিচালিত হয় যেখানে ১৩ থেকে ১৮ বছর বয়সের প্রায় ৬৪৮৩ জন কিশোর-কিশোরীদের গবেষনায় অন্তর্ভুক্ত করা হয়।


গবেষনায় আরো বলা হয়, শিশু ও কিশোররা যদি পূর্বেই কোন মানসিক হতাশার সম্মুখীন হয়, সেক্ষেত্রে তার প্রভাবে বাচ্চাদের বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে যেমন পরিপাকতন্ত্রে সমস্যা, চর্ম রোগের উদ্ভব, হৃদরোগের সমস্যা ইত্যাদি।