চলে গেলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট বিপ্লবের কিংবদন্তী নেতা ফিদেল কাস্ত্রো। ফিদেল কাস্ত্রো একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।
কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল ফেব্রুয়ারি ১৯৫৯ থেকে ডিসেম্বর ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন এবং এরপর ফেব্রুয়ারি ২০০৮-এ তার স্বেচ্ছায় সরে যাওয়ার আগ পর্যন্ত কিউবা কিউবার মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন।
তার বিখ্যাত সাত উক্তি:
১। ‘আমাকে খুন করে জনতার মন থেকে মুছে ফেলার চেষ্টা করতেই পারেন। তবে ইতিহাস আমাকে মুছতে পারবে না।’
২। ‘৮২ জন সঙ্গীকে নিয়ে বিপ্লব শুরু করেছিলাম। যদি প্রয়োজন পড়ে, তাহলে ১০ জনকে নিয়েও আমি ফের বিপ্লব শুরু করতে পারি। শুধু তাদের আমার ওপরে বিশ্বাস রাখতে হবে।’
৩। ‘এখনই দাড়ি কেটে ফেলব না। কারণ আমার দাড়ি অনেক সংগ্রামের প্রতীক। আমরা যেদিন লক্ষ্যে পৌঁছে যাব, সেদিন দাড়ি কেটে ফেলব।’
৪। ‘কিউবার জনগণের জন্য যদি শেষ কোনও আত্মত্যাগ করতে হয়, তাহলে ধূমপান ছেড়ে দেবো।’
৫। ‘আশি বছর বয়স হয়ে গেল। জীবন থেকে এখন আর কিছুই চাওয়ার নেই।’
৬। ‘যা বুঝতে পারছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার লড়াই কোনও দিনই শেষ হবে না।’
৭। ‘আমি হিমালয় দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায়, এই মানুষই হিমালয়। তাই আমার হিমালয় দেখা হয়ে গেলো।’