আজকের ধাঁধা : ২৬ নভেম্বর, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer November 26, 2016 4,747
আজকের ধাঁধা : ২৬ নভেম্বর, ২০১৬

১) নামে আছে কামে নাই, কিনতে গেলে দাম নাই।


২) আমি থাকি ডালে, তুমি থাক খালে তোমার আমার দেখা হবে, মরনের কালে।


৩) ঢেউ-এর উপর ঢেউ মাঝখানে বসে আছে, লাট সাহেবের বউ।


৪) উপরে কাটা, ভিতরে আঠা।


উওরঃ ১) ঘোড়ার ডিম! ২) মরিচ, মাছ ৩) কচুরিপানা ৪) কাঠাল