চিতার সঙ্গে মানুষের লড়াই

ভয়ানক অন্যরকম খবর November 25, 2016 1,769
চিতার সঙ্গে মানুষের লড়াই

একেবারে যেন যমে-মানুষে টানাটানি। টানটান তিন ঘণ্টার এক থ্রিলার। সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায়। বৃহস্পতিবার ভোরে ভারতের গুরগাঁওয়ের এক ঘরের খাটিয়ার নিচে হঠাৎ নজরে পড়ে এক চিতাবাঘকে।


আতংকিত মানুষের চিৎকারে চিতাটি এক ঘর থেকে অন্য ঘরে ছুটতে থাকে। চিতার ভয়ে গোটা গ্রামের মানুষ ঘরবন্দি করে ফেলে। অন্যদিকে, মানুষের ঘরে বন্দি চিতাটিও। মোবাইলের যুগে এই খবর একেবারে বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ে। খবর জিনিউজের।


প্রায় হাজার-দেড় হাজার মানুষ চিতা বাঘটিকে দেখতে ছুটে আসেন। মানুষও সাহস পেয়ে যায়। বাঁশ, লাঠি, কুড়াল নিয়ে মানুষ চিতাটিকে ধরতে আসরে নামে। বাঁশ, ঢিল ছোঁড়া শুরু হয় চিতাটির দিকে। এদিকে, চিতাটিও বারবার খোঁচা খেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। মানুষের দিকে তেড়ে পাঁচিলের ওপর উঠে যায় চিতাটি। তবে তিন ঘণ্টার টানটান লড়াইয়ের পর চিতাটিকে শেষ অবধি মেরে ফেলে গ্রামবাসী।


প্রথমে জালে ধরার পর চিতাটিকে লাঠিপেটা করে মেরে ফেলা হয়। পুলিশ, বনকর্মীদের উপস্থিতিতেই পুরো ঘটনাটি ঘটে। তবে পুলিশ-বনকর্মীরা এত পরে ঘটনাস্থলে আসেন যে পুরো ঘটনায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ৯ জন গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। দুই ব্যক্তির হাত সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে।