পুরনো স্মৃতি

পাঁচমিশালী কৌতুক November 25, 2016 1,949
পুরনো স্মৃতি

৮০ বছরের দাদা আর দাদি তাঁদের যৌবনকালের স্মৃতিতে ফিরে যাওয়ার কথা চিন্তা করলেন।


পরের দিন, দাদা ফুল হাতে সেখানে চলে গেলেন—যেখানে তাঁরা যৌবনকালে প্রথম দেখা করেছেন। দাঁড়িয়ে থাকতে থাকতে দাদার পা ব্যথা হয়ে গেল, কিন্তু দাদি এলেন না।


দাদা বাড়িতে ফিরে গিয়ে রেগে বললেন, ‘তুমি এলে না কেন?’


দাদি লজ্জা পেয়ে বললেন, ‘আম্মু আসতে দেয় নাই।’