একদল বাচ্চা হৈচৈ করে বল খেলছে। আরেকটা বাচ্চা একপাশে একা দাঁড়িয়ে আছে। এক মনোবিজ্ঞানী দেখলেন এই বাচ্চাটা বিষণ্নতা আর দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মনোবিজ্ঞানী মনে মনে চ্যালেঞ্জ গ্রহণ করলেন এই বাচ্চাকে কাউন্সিলিংয়ের মাধ্যমে রোগমুক্ত করার চেষ্টা করবেন। তিনি কাছে গিয়ে তাকে বললেন-
মনোবিজ্ঞানী : তুমি আমার বন্ধু হবে?
বাচ্চা : না। যান।
মনোবিজ্ঞানী : আমার সঙ্গে বন্ধুত্ব করতে তোমার সংকোচ হচ্ছে খোকা?
বাচ্চা : হ্যাঁ। যান।
মনোবিজ্ঞানী : আমার মনে হয় তুমি অনেক মনোকষ্টে আছো।
বাচ্চা : না। যান।
মনোবিজ্ঞানী : তুমি কিন্তু অন্য বাচ্চাদের সঙ্গে দৌড়াদৌড়ি করছো না।
বাচ্চা : হ্যাঁ। যান।
মনোবিজ্ঞানী : কেন?
বাচ্চা : আমি গোলকিপার।