পাগলের কাণ্ড

পাঁচমিশালী কৌতুক November 14, 2016 2,454
পাগলের কাণ্ড

এক পাগল ডোবার পাশে দাঁড়িয়ে চিৎকার করছে-


পাগল : পাঁচ পাঁচ পাঁচ।


পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল। সে অবাক হয়ে বলল-


ভদ্রলোক : তুমি এভাবে পাঁচ পাঁচ পাঁচ বলে চিৎকার করছ কেন?


পাগল : তুমি কাছে আসো।


লোকটি পাগলের কাছে গেলে ধাক্কা মেরে তাকেও ফেলে দিয়ে বলতে লাগল-


পাগল : ছয় ছয় ছয়।