থাইল্যান্ডের এক ব্যক্তি একটি কোবরাকে বিয়ে করেছেন। তার বিশ্বাস তার মৃত বান্ধবী কোবরার রূপ ধারণ করে তার কাছে এসেছে।
ওই ব্যক্তি এখন কোবরাটি নিয়েই জীবন যাপন করছেন। তারা বিবাহিত দম্পতির মত একসঙ্গে টিভি দেখেন, লেকে ঘুরে বেড়ান, গেম খেলেন আবার জিমেও যান।
ওই থাই যুবক বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। বৌদ্ধ ধর্মে বলা হয়, মানুষ মারা যাওয়ার পর যে কোনো প্রাণির দেহ ধারণ করে আবার পৃথিবীতে ফিরে আসে। আর এ কারণেই ওই যুবক বিশ্বাস করেন, পাঁচ বছর আগে মারা যাওয়া তার বান্ধবী কোবরা হয়ে তার কাছে ফিরে এসেছে।
ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে ওই যুবক বলেন, তিনি কখনোই ওই সাপটি রেখে কোথাও যান না। তিনি যেখানেই যান সেখানেই সাপটি তার সঙ্গে থাকে। এমনকি তিনি যখন ঘুমাতে যান তখনও ১০ ফুট লম্বা ওই কোবরাটি তার সঙ্গে থাকে। আর এ নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন।