আজরাইল বাড়ি চিনে গেল

পাঁচমিশালী কৌতুক November 12, 2016 2,366
আজরাইল বাড়ি চিনে গেল

এক লোক খুব কাঁদছে-


পথিক : কাঁদছো কেন ভাই?


ভদ্রলোক : বউ মরেছে, তাই...


পথিক : তো কি হয়েছে?


ভদ্রলোক : আরে সেটা না। আসলে আজরাইল যে আমার বাড়ি চিনে গেল, সেই জন্যই কাঁদতেছি...